মেহেরপুর: মেহেরপুরে একাধিক মাদক মামলার আসামি আবেদ আলীর বাড়ি থেকে ফেনসিডিল ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে গাংনী থানার পুলিশ। এ ঘটনায় আবেদ (৪৮) ও তার সহোদর আজাদ আলীকে (৩৮) আটক করা হয়েছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোররাতের দিকে করমদী গ্রামের মধ্যপাড়া এলাকায় তাদের বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক ও গুলি উদ্ধার করা হয়।
আবেদ ও আজাদ গাংনী উপজেলার করমদী মধ্যপাড়া এলাকার আয়ূব আলী ওরফে আয়েল আলীর ছেলে।
আবেদের নামে গাংনী থানায় দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর ফেনসিডিল উদ্ধারের ঘটনায় একটি মামলা হয়েছে। এবং ২০২০ সালের ১৩ মে অপর মামলাটি হয়।
এদিকে আজাদ আলী গত দুই মাস আগে কাতার থেকে বাড়ি ফিরেছেন। তিনি নিজেকে নির্দোষ দাবি করলেও পুলিশ বলছেন আজাদ মাদক বিক্রেতা বড় ভাই আবেদ আলীকে টাকা লগ্নি করেন।
গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এএসআই হাবিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্সরা অভিযানে অংশ নেন।
এসআই আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আবেদের বাড়িয়ে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির সিঁড়ির নিচে একটি ছোট বস্তা থেকে ফেনসিডিল ও দুই রাউন্ড শর্টগানের কাতুর্জ উদ্ধার করা হয়।
আবেদ ও আজাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও আগ্নেয়াস্ত্র আইনে পৃথক দুটি মামলা দিয়ে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২১
জেডএ