ফরিদপুর: ফরিদপুরে বতর্মানে ৩২ হাজার ৬৪০ জন প্রতিবন্ধী রয়েছেন। এর মধ্যে সরকারের নিয়মিত প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন ৩২ হাজার জন।
জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে শুক্রবার (০৩ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রতিবন্ধী ভাতার তথ্য জানিয়ে এ নির্দেশ দেন ডিসি অতুল সরকার।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফরিদপুরে প্রতিবন্ধীদের থাকার জন্য সুবর্ণ ভবন নামে একটা বহুতল ভবন প্রতিষ্ঠা করা হবে। তাতে শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিরা বসবাস করতে পারবেন। এখানে তাদের জন্য লিফট হবে এবং রাম্পের ব্যবস্থা থাকবে।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এএসএম আলী আহসানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন- প্রফেসর এম এ সামাদ, সাংবাদিক পান্না বালা, গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিপ্লব কুমার মালো, প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে বক্তব্য রাখেন কুদ্দুস, মিলি আক্তার, রাশিদুল।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিবন্ধী দিলীপ কুমার সরকারকে হুইল চেয়ার বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন জেলা প্রশাসন (ডিসি), জেলা সমাজসেবা অধিদপ্তর এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সবএনজিও।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২১
এসআরএস