ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইন্দুরকানীতে শিশু হত্যায় জড়িত অভিযোগে মামা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
ইন্দুরকানীতে শিশু হত্যায় জড়িত অভিযোগে মামা গ্রেফতার প্রতীকী ছবি

পিরোজপুর: পিরোজপুরে ইন্দুরকানীতে হাত-পা বিচ্ছিন্ন করে লাভনী আক্তার নামে ৬ বছরের একটি শিশুকে হত্যায় জড়িত অভিযোগে মামা হাবিবুল্লাহ জসিমকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৩ ডিসেম্বর) তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জসিম উপজেলার কালাইয়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে ও শিশুটির চাচাতো মামা।

লাবনী আক্তার বাগেরহাট জেলার কচুয়া উপজেলার লাভলু হাওলাদারের মেয়ে। সে তার নানা জেলার ইন্দুরকানী উপজেলার কালাইয়া গ্রামের নুরুল ইসলাম শিকদারের বাড়িতে থেকে স্থানীয় একটি মাদরাসার ইবতেদায়ী শাখায় প্রথম শ্রেণিতে পড়াশুনা করতো।

স্বজনরা জানান, শিশুটির মা-বাবার তালাক হয়ে যাওয়ায় সে নানাবাড়িতে থেকে লেখাপড়া করত। গত ৩১ অক্টোবর শিশুটি তার চাচাতো নানা নুরুল ইসলামের বাড়িতে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে ৫ নভেম্বর স্থানীয় একটি সুপারিবাগান থেকে হাতের কব্জি ও পায়ের গোড়ালি বিচ্ছিন্ন অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ওই শিশু হত্যার সন্দেহভাজন হিসেবে তার মামা হাবিবুল্লাহ জসিমকে ঢাকা থেকে
গ্রেফতার করা হয়। আসামির স্বীকারোক্তির ভিত্তিতে হত্যার আলামত উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।