ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিশ্ব পরিবেশ রক্ষায় আলোকচিত্র প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
বিশ্ব পরিবেশ রক্ষায় আলোকচিত্র প্রদর্শনী

ঢাকা: ‘পানির অপর নাম জীবন’ অথচ বিশুদ্ধ পানির অভাব এখন বিশ্বে। এমন পরিস্থিতিতে সুজলা-সুফলা শস্য শ্যামল প্রিয় মাতৃভূমি বাংলাদেশও চরম পরিবেশ বিপর্যয়ের শিকার।

ভয়ঙ্কর এ অবস্থা থেকে পরিত্রাণের উপায় খুঁজে বের করার প্রত্যয় নিয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী ফোজিত শেখ বাবুর ক্যামেরাবন্দি আলোকচিত্র নিয়ে শুরু একক আলোকচিত্র প্রদর্শনী।

আগামী তিন দিনব্যাপী চলবে এ আলোকচিত্র প্রদর্শনী।

শুক্রবার (৩ ডিসেম্বর) এবং সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার পটুয়াখালী জেলার সাগরকন্যা খ্যাত সমুদ্র সৈকত কুয়াকাটার ‘হোটেল গ্রেভার ইন’ এ ‘সেভ দ্য আর্থ’ প্রতিপাদ্যে আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়।

এসময় আলোচনা সভা শেষে কোমলমতি শিশু ও অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট লেখক ও সাহিত্যিক এস এ এম শওকত হোসেন।

সময়োপযোগী এ ধরণের প্রদর্শনীর বিষয়ে আলোকচিত্রী ফোজিত শেখ বাবু জানান, বন্যা, জলোচ্ছ্বাস, অগ্নিউৎপাত, বরফগলা, বজ্রপাত, ধূলিঝড়সহ সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে বিশ্ববাসীকে পরিবেশ বাঁচাতে বিশেষ সতর্ক থাকতে হবে। নইলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পারবো না। সেই বিষয়টি মাথায় রেখেই এ প্রদর্শনী।

মাজিম এগ্রো ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোঘলজান রহমান মিঠুর সভাপতিত্বে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উদীচীর প্রতিষ্ঠাতা কনভেনার কামরুল আহসান খান, মাজিম এগ্রো ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের পরিচালক সেলিনা সুরভী, শাহিদা ইসলাম লেখক, কণ্ঠ শিল্পী তারেক সৈয়দ ও কণ্ঠ শিল্পী মন্জুসহ আরও অনেকে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মো. শাহরিয়ার নাজিম ও মো. ওয়াসিম খান।

উদ্বোধনী অনুষ্ঠানে ও আলোকচিত্র প্রদর্শনীটি উপভোগ করার জন্যে প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. খলিলুর রহমান ও রতন কুমার দাসের নেতৃত্বে অসংখ্য স্কুলের কমল মতি শিক্ষার্থীরাসহ বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে। তিনদিন-ব্যাপী আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ০৫টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
এইচএমএস/ এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।