ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেকনাফে অস্ত্র ও মাদকসহ চাকমা যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
টেকনাফে অস্ত্র ও মাদকসহ চাকমা যুবক আটক টেকনাফে অস্ত্র ও মাদকসহ চাকমা যুবক আটক

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে জি-৭ ব্লক থেকে অস্ত্র ও মাদকসহ রবিন লেতটিয়া নামে এক চাকমা যুবককে আটক করা হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) ভোরে এ অভিযান চালায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রবিন লেতটিয়া টেকনাফের হোয়াইক্যং হরিখোলা এলাকার ক্যাচচিং চাকমার ছেলে।

৮ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) বাংলানিউজকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে এএসপি দীপঙ্কর ঘোষের নেতৃত্বে ১৫ নম্বর ক্যাম্পে অভিযান চালানো হয়। এ সময় একটি রিভলবার, চার রাউন্ড গুলি, ২ হাজার ২৭২ পিছ ইয়াবাসহ রবিন লেতটিয়া নামের ওই যুবককে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২১৯, ডিসেম্বর ০৪, ২০২১
এসবি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।