ঢাকা: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সেবা সংস্থাগুলোর বার্ষিক কর্মসম্পাদনের তালিকায় প্রথম হয়েছে ঢাকা ওয়াসা। বার্ষিক কর্মসম্পাদনের ১০০ নম্বরের মধ্যে ওয়াসা নম্বর পেয়েছে ৯৮ দশমিক ২৭।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনের বুড়িগঙ্গা হলে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।
তিনি বলেন, 'বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (২০২০-২১ অর্থবছর) ঢাকা ওয়াসা সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি স্থানীয় সরকার বিভাগের ২০টি দপ্তর, সংস্থা, সিটি করপোরেশনের মধ্যে প্রথম স্থান লাভ করেছে। ২০২০-২১ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদন ও মূল্যায়নে ১০০ নম্বরের বিপরীতে ঢাকা ওয়াসা ৯৮.২৭ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে। গত অর্থ বছরে ঢাকা ওয়াসা তৃতীয় স্থান লাভ করেছিল এবং তার আগের বছর আমরা প্রথম হয়েছিলাম। এ মূল্যায়ন ঢাকা ওয়াসা’র সার্বিক কাজের অগ্রগতির একটি বড় সূচক। '
তিনি বলেন, 'কার্যক্রম ঢাকা ওয়াসার সেবা কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক হচ্ছে। এ নগরীর একটি মানুষও যেন পানি সেবার বাইরে না থাকে- এ আমাদের অঙ্গীকার। '
রাজধানীতে পানির সমস্যা নেই জানিয়ে তিনি বলেন, 'ঢাকা শহরে পানির সমস্যা কোথাও নেই। কিছু জায়গায় কারিগরি সমস্যা বা পকেট সমস্যা রয়েছে। সেগুলো সমাধানে আমরা প্রোগ্রাম হাতে নিয়েছি। '
ভূগর্ভস্থ পানি উত্তোলন না করে নদীর পানিকে পরিশোধন করে ব্যবহার উপযোগী করতে কাজ করছে ঢাকা ওয়াসা। বর্তমানে ৩৪ শতাংশ পানি আসছে নদী থেকে। যা ৭০ শতাংশে নিয়ে যেতে চায় ঢাকা ওয়াসা। এমন তথ্য জানিয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, 'এখন পর্যন্ত ৩৪ শতাংশ ভূ-উপরস্থ পানি ও ৬৬ শতাংশ ভূগর্ভস্থ পানি দিচ্ছি। আমাদের দুটি প্রকল্প চলমান। সেগুলো শেষ হলে আমাদের যে লক্ষ্য, ৭০ ভাগ ভূ-উপরস্থ পানি সরবরাহ করা। সে লক্ষ্য আমরা অর্জন করতে পারব। '
তিনি বলেন, 'কোভিডের সময় যখন সব দিকে লকডাউন ছিল, তখনও কিন্তু একদিনের জন্যও ওয়াসার পানি সরবরাহ বন্ধ ছিল না। '
ঢাকা শহরে পানি সরবরাহের নেটওয়ার্ক পদ্ধতি নতুন করে সাজাচ্ছে ওয়াসা। ডিস্ট্রিক্ট মিটার এরিয়া বা ডিএমএ নামে একটি নেটওয়ার্ক পদ্ধতি শুরু করেছে ওয়াসা। সে কাজের অর্ধেক এরই মধ্যে শেষ হয়েছে।
প্রকৌশলী তাকসিম এ খান বলেন, 'পানির ডিস্টিবিউশন নেটওয়ার্ক আমরা হাতে নিয়েছি। এটা অনেক বড় কাজ। ঢাকার শহরের পানি সরবরাহের পুরো পদ্ধতি পরিবর্তন করে ডিএমএ প্রকল্প হাতে নিয়েছি। বিশ্বের অনেক দেশ এত বড় কাজ হাতে নিতে চায়নি। আমরা বেশ খানিকটা নাগরিক সমস্যা সমাধান করছি। ১৪৪ টি ডিএমএ নেটওয়ার্কে মধ্যে ৭১টি ডিএমএ প্রস্তুত করতে পেরেছি। এই নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্কে মাধ্যমে চলবে। এর মাধ্যমে ঢাকা শহরের পানি সরবরাহের সমস্যা অনেক সহজ হবে। '
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
এমএমআই/এসআইএস