ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পোড়াবাকড়ি গ্রাম থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০৪ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এমদাদুল হক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- ওই উপজেলার নরহরিদ্রা গ্রামের রওশন শেখের ছেলে রিমন হোসেন (১৮), সুজন শেখ (২১), শমসের মোল্লার ছেলে ময়েন হোসেন (২০), মনিরুল ইসলামের ছেলে সবুজ হোসেন (২২) ও একই জেলার শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের বিকাশ বিশ্বাস (৩৫)।
ওসি এমদাদুল হক জানান, চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা সৃষ্টি ও নাশকতা, ডাকাতি করার জন্য দেশীয় অস্ত্র তৈরি করে সরবরাহ করা হচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে পোড়াবাকড়ি গ্রামে শুক্রবার (০৩ ডিসেম্বর) রাতে অভিযান চালানো হয়। সে সময় তিনটি ধারালো অস্ত্রসহ চারজন ও পরে আরও একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের নামে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
এসআরএস