ঢাকা: রামপুরায় আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে। তারা (শিক্ষার্থীরা) রোববার (৫ ডিসেম্বর) সড়ক অব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মানববন্ধন করবে।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে লালকার্ড প্রদর্শনী কর্মসূচি শেষে করে শিক্ষার্থীরা নতুন এই কর্মসূচির ঘোষণা দেয়।
এ সময় খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া জানান, আজকের মতো আমাদের কর্মসূচি এখানেই শেষ। আমরা আবার আগামীকাল দুপুর ১২টায় রামপুরা ব্রিজের ওপর মানববন্ধন করব।
তিনি আরও জানান, মানববন্ধনে আমরা সড়কের অব্যবস্থাপনার সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের প্রতিবেদন চিত্র প্রদর্শন করব। এছাড়া আমাদের অভিভাবকসহ সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, আগামী রোববারের আমাদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করার জন্য।
এর আগে গত ২৯ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নামের এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এ সময় ঘাতক বাসসহ আটটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় আরও চারটি বাস। এ ঘটনায় বাসচালক সোহেলকে (৩৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। মঙ্গলবার সকালে ঘাতক বাসের হেলপারকেও আটক করেছে র্যাব।
চলতি বছরের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নটরডেম কলেজের দুজনসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৪ জন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংগঠনটি সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজপোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, নভেম্বর মাসে দেশে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় মোট নিহত হয়েছে ৪১৩ জন এবং আহত হয়েছে ৫৩২ জন। নিহতের মধ্যে নারী ৬৭ জন এবং শিশু ৫৮ জন এবং শিক্ষার্থী ৫৪ জন। এই সময়ে ঢাকায় ১৪টি দুর্ঘটনায় নিহত হয়েছে ১৬ জন।
*** লাল কার্ড হাতে শিক্ষার্থীরা রামপুরার রাস্তায়
*** রামপুরায় আবারও শিক্ষার্থীদের অবস্থান
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
এমএমআই/কেএআর