ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নৌকা ছাড়া অন্য মার্কায় ভোট দিলে পেটানো হবে!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
নৌকা ছাড়া অন্য মার্কায় ভোট দিলে পেটানো হবে! নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ। 

টাঙ্গাইল: আগামী ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে নৌকা মার্কার ভোট দিতে হবে প্রকাশ্যে টেবিলের উপরে। অন্য কোথাও ভোট দেওয়া যাবে না।

অন্য কোনো মার্কায় যে ভোট দেবেন তাকে কোমর থেকে পা পর্যন্ত পেটানো হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন গোহালিয়াবাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ।  

তিনি শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে নিকরাইল ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল মতিন সরকারের পক্ষে পাথাইকান্দি বাজার এলাকায় নির্বাচনী সভায় এ হুঁশিয়ারী দেন। এমন একটি ভিডিও গতরাতে ভাইরাল হয়েছে।  

ভিডিওতে দেখা যায় তিনি বলছেন, আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নৌকার ভোট হবে প্রকাশ্যে। টেবিলের উপর সিল মারতে হবে সবাইকে। কোনো আবোল তাবোল মার্কায় সিল মেরে দেশের ক্ষতি করতে দেওয়া হবে না।

বক্তব্যে তিনি নিকরাইল ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদকে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে এলাকায় প্রবেশ করলে প্রতিহত করার হুমকিও দেন।

এর আগে রাতে উপজেলার পাথাইলকান্দি এলাকায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নৌকা প্রতীকের প্রার্থী মতিন সরকারের নেতাকর্মীরা পাথাইলকান্দি বাজারে প্রতিবাদ সমাবেশ করে। সেখানে প্রধান অতিথিদের বক্তব্য রাখেন কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।