ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বীর মুক্তিযোদ্ধার মেয়েকে নির্যাতনের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
বীর মুক্তিযোদ্ধার মেয়েকে নির্যাতনের অভিযোগ

ফরিদপুর: ফরিদপুরে এক বীর মুক্তিযোদ্ধার মেয়েকে নির্যাতন ও তার ওয়ারিশ সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে।

এ ঘটনা নিয়ে শনিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে এক সম্মেলন করে ওই মুক্তিযোদ্ধার মেয়ে নাজমা আক্তার (৬৭)।

এসময় তিনি তার ওয়ারিশ সম্পত্তি ফেরত পেতে ও নির্যাতনের বিচার পেতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

নাজমা ফরিদপুর শহরের কমলাপুরের শহীদ মুক্তিযোদ্ধা এম. আব্দুল আলীর কন্যা এবং মধ্য আলীপুরের মৃত কবিরুল ইসলামের স্ত্রী। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকনের সঞ্চালনায় এসময় লিখিত বক্তব্য পেশ করেন নাজমা আক্তার।

এসময় স্থানীয় এলাকাবাসীর মধ্যে মো. হায়দার আলী, মোশাররফ তালুকদার, পৌরসভার ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মৃধা, আবুল কালাম আজাদ, আজিজুল মৃধাসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।