জয়পুরহাট: জয়পুরহাটের কালাইয়ে ৩৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ (নতুন মাদক) সাইফুল ইসলাম (৫০) নামে এক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শনিবার (০৪ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক সাইফুল ওই উপজেলার কড়মকা এলাকার বাসিন্দা।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার তৌকির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কালাই উপজেলার মোসলেমগঞ্জ বাজারের একটি ফার্মেসিতে ওষুধ ব্যবসার আড়ালে আমদানি নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট বিক্রি হচ্ছে— এমন গোপন তথ্যের ভিত্তিতে
শুক্রবার (০৩ ডিসেম্বর) দিনগত রাতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ৩৮০ পিস টাপেন্টাডলসহ বিক্রেতা সাইফুলকে আটক করা হয়।
র্যাব কমান্ডার আরও জানান, সাইফুলের নামে কালাই থানায় মামলা দায়ের করে শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২১
এসআরএস