ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ-ভারত মৈত্রী সপ্তাহ পালিত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
বাংলাদেশ-ভারত মৈত্রী সপ্তাহ পালিত ...

ঢাকা: ১৯৭১ সালের যুদ্ধের স্মৃতিচারণ করেছেন মুক্তিযোদ্ধারা। বাংলাদেশ-ভারতের মৈত্রী দিবস উপলক্ষ্যে তারা স্মৃতিচারণ করেন।

রোববার (৫ ডিসেম্বার) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়

মৈত্রী দিবসের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর ভারত ও বাংলাদেশ সরকার উভয়েই বাংলাদেশের স্বাধীনতার প্রতি মুক্তিযোদ্ধাদের অমূল্য অবদানকে স্মরণ করে। এই বছরও মৈত্রী দিবস উদযাপনের অংশ হিসেবে ৩০ নভেম্বর থেকে ০৫ ডিসেম্বর পর্যন্ত মৈত্রী সপ্তাহ পালিত হয়েছে।

মৈত্রী সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে ১৯৭১ সালে মুক্তির পথ এবং বিজয়ের দিকে নিয়ে যাওয়া ঘটনাগুলোর স্মরণে রোববার আইজিসিসিতে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে মুক্তিযোদ্ধারা তাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের অমূল্য অভিজ্ঞতা বিনিময় করেন। বিজয় না আসা পর্যন্ত সেই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বর্ণনা করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
টিআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।