রাঙামাটি: খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, দেশের দরিদ্র জনগোষ্ঠির ভাগ্যোন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
রোববার (০৫ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি সদরের মগবান ইউনিয়নের গবাঘোনা এলাকায় দরিদ্রদের মধ্যে গবাদিপশু এবং ঢেউটিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে নতুন অর্থনৈতিক মেরুকরণ অঞ্চল হিসেবে পরিগণিত হচ্ছে। দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। এটাই আমাদের নেতৃর সফলতা।
এসময় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য জতীন তঞ্চঙ্গ্যা, রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুখময় চাকমা, মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিনিয়ম চাকমা, জীপতলী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তরুণ কান্তি তঞ্চঙ্গ্যা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মগবান ইউনিয়নের অস্বচ্ছল ৮০টি পরিবারের মধ্যে গবাদিপশু, ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
এনটি