ঢাকা: ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষে রোববার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণে পিঠা উৎসবের আয়োজন করা হয়।
সম্মেলনে অংশ নেওয়া বিদেশি অতিথিরা পিঠা উৎসবে যোগ দেন।
এর আগে শনিবার (০৪ ডিসেম্বর) থেকে ঢাকায় শুরু হয় দুই দিনব্যাপী বিশ্ব শান্তি সম্মেলন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। এদের মধ্যে ৫৯ জন প্রতিনিধি সশরীরে ও ৪০ জন প্রতিনিধি ভার্চ্যুয়ালি অংশ নেন। রোববার এই সম্মেলন শেষ হয়। সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ০৫ ডিসেম্বর, ২০২১
টিআর/এনএসআর