ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘পাকিস্তান ক্ষমা চাইলে উভয় দেশের সম্পর্ক আরও ভালো হবে’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
‘পাকিস্তান ক্ষমা চাইলে উভয় দেশের সম্পর্ক আরও ভালো হবে’ ছবি: দেলোয়ার হোসেন বাদল

ঢাকা: পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানী বলেছেন, ১৯৭১ সালের অত্যাচারের জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া অনেক পাকিস্তানি সমর্থন করে। ক্ষমা চাইলে অতীতকে পেছনে ফেলে দুই দেশের মধ্যে নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে।

রোববার (৫ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্ব শান্তি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানী।

পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানী তার বক্তৃতায় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে তিনি পাকিস্তানকে ১৯৭১ সালের বাংলাদেশের ওপর অত্যাচারের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলতেন। আর এই বিষয়টা আমার মতো আরও অনেক পাকিস্তানিও সমর্থন করে। অনেকেই বিশ্বাস করেন, ক্ষমা চাইলে অতীতকে পেছনে ফেলে দুই দেশের মধ্যে নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, তিনি দক্ষিণ এশিয়ার মধ্যে একজন অন্যতম শ্রেষ্ঠ নেতা।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
টিআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।