ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে হানাদার মুক্ত দিবস পালিত

স্টাফ করেসন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২১
ফেনীতে হানাদার মুক্ত দিবস পালিত

ফেনী: বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ফেনী পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিনে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে এ জেলা মুক্ত হয়েছিল।

সোমবার (০৬ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের জেল রোডের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়।

মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মো. মাহমুদ উল হাসান, জেলা পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগেরর সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। এছাড়া জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেবসহ বীর মুক্তিযোদ্ধারাও প্রয়াত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

হানাদার মুক্ত দিবসে সব ফেনীবাসী বিনম্রচিত্তে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।