ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বোমা বিস্ফোরণ মামলার আসামি আহত হারুনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২১
বোমা বিস্ফোরণ মামলার আসামি আহত হারুনের মৃত্যু

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলার প্রধান আসামি ও বোমা বিস্ফোরণে গুরুত্বর আহত হারুন হাওলাদার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (০৬ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন।

হারুন গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বেজগাতী গ্রামের মৃত বারেক হাওলাদারের ছেলে।

মৃত হারুনের বোন নাছিমা বেগম সাংবাদিকদের জানান, ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ৩ ডিসেম্বর দিনগত রাতে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ মাদ্রা এলাকার ফারিহা পার্কের পশ্চিম পাশের একটি পরিত্যক্ত ঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

স্থানীয়রা জানায়, বোমা তৈরির সময় বিকট শব্দে ওই বিস্ফোরণ ঘটে। পুলিশও ঘটনাস্থলে গিয়ে এমন তথ্য-প্রমাণ পায়। তবে পুলিশ সেখানে যাওয়ার আগে গুরুত্বর আহত হারুনসহ তিনজনকে সরিয়ে নেওয়া হয়। এরপর পুলিশ আহতদের সন্ধানে শেবাচিম হাসপাতালে গেলে সেখান থেকেও সহযোগীরা হারুনকে দ্রুত ঢাকায় নিয়ে যান।

এদিকে এ ঘটনার পর বিস্ফোরক আইনে ৫ ডিসেম্বর গৌরনদী মডেল থানায় ১০ জনের নামোল্লেখসহ আরও তিন থেকে চারজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইমাম হোসেন।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, মামলার এজাহারভুক্ত আসামি আব্দুর রহমান মীরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারেও অভিযান চলছে। যদিও এরইমধ্যে এ মামলার অন্যতম আসামি হারুন মৃত্যুবরণ করেছেন। তবে এতে মামলা ও তদন্ত কার্যক্রম ব্যহত হওয়ার কোনো সুযোগ নেই।

গ্রেফতার আব্দুর রহমান গৌরনদী আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সীর মালিকানাধীন ফারিয়া গার্ডেন পার্কের নিরাপত্তাকর্মী।

ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী বলেন, তিনি ওই বিস্ফোরণের ঘটনার সময় ছেলের জন্মদিনের অনুষ্ঠানে ঢাকায় অবস্থান করছিলেন। আর তিনি এ ঘটনার যেটুকু জেনেছেন, বিস্ফোরণের ঘটনা তার পার্কে ঘটেনি, পার্কের বাইরে একটি পরিত্যক্ত ঘরে ঘটেছে। সেখানে দেয়াল তুলতে পারিনি। এছাড়া তিনি জেনেছেন, কিছুলোক নিরাপত্তাকর্মীকে ভয়ভীতি দেখিয়ে মাঝ রাতে পার্কে ঢুকেছিল।

অপরদিকে মামলায় ওই পার্কের চায়ের দোকানী নিরিহ এম আর মহসিন ও তার দিনমজুর বাবা আব্দুল আজিজ এবং দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাসরত শাহিন হাওলাদার নামে এক প্রতিবন্ধী ব্যক্তিকে আসামি করার অভিযোগ উঠেছে।

তদন্ত কার্যক্রম চলমান থাকায় এ বিষয়ে কিছু বলতে রাজি হননি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে বিনা কারণে কাউকে হয়রানি করা হবে না বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।