ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে দেড় কোটি টাকার সাপের বিষ উদ্ধার, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২১
দিনাজপুরে দেড় কোটি টাকার সাপের বিষ উদ্ধার, আটক ১

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্ত দিয়ে পাচার করার সময় ১ কোটি ৬০ লাখ টাকার সাপের বিষসহ রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে বিরামপুর উপজেলার শিবপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

সন্ধ্যায় সাপের বিষসহ ওই ব্যক্তিকে বিরামপুর থানায় সোপর্দ করে বিজিবি সদস্যরা।

আটক রফিকুল ইসলাম উপজেলার বিনাইল ইউনিয়নের হামলাকুড়ি গ্রামের ইমাদুদ্দীনের ছেলে।

এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত জানান, সন্ধ্যায় রফিকুল ইসলামকে বিজিবি থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করেছে।

বিজিবি শিবপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার আহসান জানান, উপজেলার শিবপুর বাজার এলাকা দিয়ে সাপের বিষ ভারতে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি। এ সময় রফিকুল একটি মোটরসাইকেলে ভারতে যাচ্ছিল। পরে তার শরীর তল্লাশি করে সাপের বিষ ভর্তি একটি বোতলসহ তাকে আটক করা হয়। জব্দকৃত সাপের বিষ আনুমানিক ১ কোটি ৬০ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।