ঢাকা: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ মো. সোলায়মান হোসেন (৪২) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন।
তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
একই ঘটনায় সোলায়মানের স্ত্রী রীমা আক্তার (৩০) ও দুই সন্তান মুশফিকুর রহমান মাহিদ (১৩) ও মাহমুদুল হাসান আরশ (৫) বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।
সোমবার ভোর ৬টার দিকে আড়াইহাজার উপজেলার কুমারপাড়ার বাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে তারা দগ্ধ হন।
বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসকরা বাংলানিউজকে জানান, আগুনে রীমার ১৫ শতাংশ, মাহিদের ১৬ শতাংশ ও আরশের ৫ শতাংশ পুড়ে গেছে। সোলায়মানের অবস্থা প্রথম থেকেই আশঙ্কাজনক ছিল। বাকিদের পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে।
আরও পড়ুন: আড়াইহাজারে আগুন লেগে একই পরিবারের ৪ জন দগ্ধ
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
এজেডএস/এনএসআর