চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত থেকে ২৩টি স্বর্ণের বার জব্দ করেছে চুয়াডাঙ্গা-৬ বার্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সীমান্তের মেইন পিলার ৭৭ থেকে আনুমানিক এক কিলোমিটার দূরে মেমনগর গ্রাম থেকে দুই কেজি ৬৮৩ গ্রাম (২৩০ ভরি) ওজনের উন্নতমানের ২৩টি স্বর্ণের বার জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটক স্বর্ণের বারের আনুমানিক মূল্য এক কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা।
আটক স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে এবং বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
আরএ