টাঙ্গাইল: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ইব্রাহিম (২৫) নামে এক ফেরিওয়ালাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম এ আদেশ দেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসে উঠে পড়ে ইব্রাহিম। এসময় বাসে থাকা অন্যান্যরাও তাকে শিক্ষার্থী মনে করে বাসের সিটে বসতে দেন। কিছুক্ষণ পরেই ইব্রাহিম বাসে থাকা শিক্ষার্থীদের উত্ত্যক্ত করতে শুরু করে। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায়। সন্ধ্যায় ইব্রাহিম উত্ত্যক্ত করার কথা স্বীকার করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১
আরএ