ঢাকা: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘বার্ষিক ক্রয় পরিকল্পনা প্রণয়ন কমিটি’ পুনঃগঠন করা হয়েছে।
পাঁচ সদস্যের এ কমিটির সভাপতি করা হয়েছে অতিরিক্ত সচিবকে (প্রশাসন অনুবিভাগ-১)।
সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ কমিটি পুনঃগঠন করে আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২০২১-২০২২ অর্থবছরের জন্য বার্ষিক ক্রয় পরিকল্পনা প্রণয়নের জন্য ‘বার্ষিক ক্রয় পরিকল্পনা প্রণয়ন কমিটি’ নির্দেশক্রমে পুনঃগঠন করা হলো। ৫ সদস্যের এ কমিটির সভাপতি করা হয়েছে অতিরিক্ত সচিবকে (প্রশাসন অনুবিভাগ-১)।
এছাড়া সদস্য সচিব হয়েছেন উপসচিব (প্রশাসন শখা-১৩)। কমিটিতে ৩ জন উপসচিবকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
কমিটির কার্যপরিধিতে বলা হয়, মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-১৩ এর মাধ্যমে ক্রয় করা দ্রব্যাদি/মালামালের বার্ষিক ক্রয় পরিকল্পনা প্রণয়ন করবে এ কমিটি।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১
জিসিজি/এএটি