ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে কারাগারে হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
নোয়াখালীতে কারাগারে হাজতির মৃত্যু সাগর

নোয়াখালী: নোয়াখালী জেলা কারাগারে সাগর (২৯) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে।

সাগর সোনাইমুড়ী উপজেলার বাগদিয়া গ্রামের শফি উল্যার ছেলে। তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলার আসামি ছিলেন।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৬টার দিকে নোয়াখালী জেলা কারাগারে হাজতিদের তালামুক্ত করে দেওয়া হয়। ওই সময় সাগর ঘুম থেকে উঠে কারা অভ্যন্তরে হাঁটার সময় মাথা ঘুরে পড়ে যায় এবং বুকে ব্যথা অনুভব করলে কর্তৃপক্ষ প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেন।

পরে দ্রুত কারারক্ষীদের মাধ্যমে তাকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর সকাল পৌনে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসপি আরও জানান, তার মৃত্যুর পর পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে সাগরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।