চাঁপাইনবাবগঞ্জ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, যতো দ্রুত সম্ভব ভারতের সঙ্গে সড়ক পথে যাতায়াত চালু করা হবে। তবে করোনা পরিস্থিতিও বিবেচনা করতে হবে।
বুধবার (০৮ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারত ৩ দিনের সরকারি সফরে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এই স্থলবন্দর দিয়ে ব্যবসা-বাণিজ্য চালু রয়েছে। তবে যাতায়াত করতে পারলে আরও সুবিধা হবে। ভারত ভ্রমণে সাধারণ যাত্রীদের সড়কপথে যাতায়াতের জন্য ইমিগ্রেশন খোলার বিষয়ে সরকার সক্রিয় অবস্থানে রয়েছে। এ ব্যাপারে ভারতের সঙ্গে আলোচনা করা হবে। তবে করোনার নতুন ধরণ ওমিক্রন বিচেনায় রেখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পালন করে চলতে হবে।
তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্কের মূলভিত্তি হলো ১৯৭১ এর মুক্তিযুদ্ধ। তাই ভারতের রাষ্ট্রপতি ১৫ ডিসেম্বর বাংলাদেশ আসছেন তিনি স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগদান করবেন।
এসময় সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১
এনটি