ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছাদে কাপড় শুকাতে যাওয়াই কাল হল যুবকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
ছাদে কাপড় শুকাতে যাওয়াই কাল হল যুবকের ছবি প্রতীকী

ঢাকা: রাজধানীর শাহজাহানপুরে পাঁচতলা ভবনেরর ছাদ থেকে পড়ে আব্দুল হান্নান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত হান্নানের বড় ভাই সাইফুল ইসলাম জানান, তাদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোড়াগোড়া গ্রামে। বাবার নাম আব্দুল ওয়াজেদ। হান্নান স্ত্রী তামান্না ও তিন মেয়েকে নিয়ে শাহজাহানপুর বেনজিরবাগান এলাকায় পাঁচতলা ভবনের তিনতলায় ভাড়া থাকতো এবং পল্টনে একটি মানি এক্সচেঞ্জে কাজ করতো।

তিনি আরও জানান, সকালে গোসল করে নিজের এবং বাচ্চাদের কাপড় রোদে দিতে ছাদে যায়। অসাবধানতাবশত সেখান থেকে নিচে পড়ায় গুরুতর আহত হয়।   গুরুতর অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা,৮ ডিসেম্বর,২০২১
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।