ঢাকা: ঢাকার অদূরে গাজীপুর মহানগরীর সড়কের বেহাল অবস্থার কারণে যানবাহনের প্রচন্ড জট লেগে রয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন এই রুট ব্যবহারকারী যাত্রী ও পথচারীরা।
বুধবার (০৮ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী, স্টেশনরোড ও চেরাগআলী এলাকায় যানবাহন থেমে থেমে ও ধীরগতিতে চলছে।
এই সড়কে যানবাহনের প্রচন্ড জটলা থাকায় রাজধানীর প্রবেশমুখ আব্দুল্লাহপুর, হাউসবিল্ডিং পর্যন্ত যানবাহনের জটলা সৃষ্টি হচ্ছে। তবে সকাল থেকে যানবাহনের এই জটলা কমাতে ও যানজট নিয়ন্ত্রণে সড়কে কাজ করছে পুলিশের ট্রাফিক বিভাগ।
প্রচন্ড রকম যানজটের কারণে অনেক যাত্রী গণপরিবহন থেকে নেমে পায়ে হেঁটে চলতে শুরু করেছে।
গেল কয়েকদিন বৈরি আবহাওয়ার কারণে ঢাকা-গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়। এই বৃষ্টির কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সড়কের গাজীপুর অংশের সড়কের বেহাল অবস্থা দেখা দেয়৷ সড়কে বড় বড় খানাখন্দ ও কাতার কারণে যানবাহন চলাচলে বাধা বিঘ্নের সৃষ্টি হয়েছে।
এদিকে, রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত চলছে বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) প্রকল্পের কাজ। এ কাজ করতে গিয়ে সড়কের বিভিন্ন জায়গায় হয়েছে বড় বড় গর্ত, কোথাও কোথাও ভেঙে গেছে। সব মিলিয়ে তীব্র যানজটের নগরীতে পরিণত হয়েছে গাজীপুর।
এদিকে, গাজীপুর ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলছেন, টানা কয়েকদিন বৃষ্টিতে সড়কে অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। তবে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে সংস্কার কাজ চলছে।
এই সড়কের সবচেয়ে বেশি খারাপ অবস্থা হচ্ছে টঙ্গী ব্রিজ থেকে স্টেশন রোড, চেরাগআলী, কলেজগেট ও বোডবাজার এলাকা।
পথচারী পারভেজ বাংলানিউজকে বলেন, গত ১০ বছর ধরেই এই সড়কের ভোগান্তিতে কাটাচ্ছি। দিনে দিনে এই সড়কের বেহাল দশা বাড়ছে। ১০ বছর পার হলেও বাস র্যাপিড ট্রানজিটের কাছ শেষ হচ্ছে না।
এদিকে, গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মো. ফয়জুল ইসলাম বলেন, গাজীপুরের চেরাগ আলী ও সেনাকল্যাণ ভবন এলাকার সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এই কারণে যানবাহন ঠিকমতো চলতে পারছে না। আমরা সকাল থেকেই সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছি।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১
এসজেএ/এসআইএস