ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোটের পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
ভোটের পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থীর পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুলবুল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

বুধবার (০৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার শাহেদল ইউনিয়নের দরিয়াবাজ এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত বুলবুল মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের দনাইল গ্রামের অদুদ মিয়ার ছেলে। নিহত বুলবুল চেয়ারম্যান প্রার্থী ফিরোজ উদ্দিনের আত্মীয় বলে জানা যায়।  

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (০৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার শাহেদল ইউনিয়নের দরিয়াবাজ এলাকায় মসজিদের পাশে শাহেদল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফিরোজ উদ্দিনের (আনারস প্রতীক) পোস্টার লাগাতে যান বুলবুল। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন বুলবুলের মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান।  

কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মো. আসাদ মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।