ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাজিলে বাণিজ্যের প্রসারে রাষ্ট্রদূতকে স্পিকারের আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
ব্রাজিলে বাণিজ্যের প্রসারে রাষ্ট্রদূতকে স্পিকারের আহ্বান

ঢাকা: সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের মাধ্যমে ব্রাজিল-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানোর আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার (০৮ ডিসেম্বর) ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

এদিন স্পিকারের কার্যালয়ে সাক্ষাতকালে তারা সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, অর্থনৈতিক কূটনীতি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

স্পিকার বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের মাধ্যমে ব্রাজিল-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানো সম্ভব। ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে রাষ্ট্রদূতকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সাদিয়া ফয়জুন্নেসা বলেন, ব্রাজিলের জনগণের বাংলাদেশের উন্নতি ও অগ্রগতি সম্পর্কে ইতিবাচক ধারণা রয়েছে, যা দেশের জন্য গৌরবের। তিনি ব্রাজিলে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ‘ট্রেড অফিস’  স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ০৮ ডিসেম্বর, ২০২১
এসকে/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।