জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ আটজনের নামে মামলা হয়েছে।
বুধবার (০৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে নিহত ফারুক হোসেনের মা বিলকিছ বেগমের দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আরো আট/১০ জনকে আসামি করা হয়েছে বলে জানান পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব।
এর আগে মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যায় পাঁচবিবি উপজেলা বিএনপির অফিসে আয়মা রসুলপুর ইউনিয়ন বিএনপির নেতাদের সাথে মতবিনিময় করছিলেন উপজেলা নেতৃবৃন্দ। অভিযোগ ওঠে- ওই সময় আকস্মিকভাবে ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিমের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যান। পরে তিনি দানেজপুর মহল্লার বাসিন্দা দুবাই প্রবাসী শহিদুল ইসলামের ছেলে ফারুক হোসেনসহ কয়েকজন নেতাকর্মীকে সঙ্গে করে নিয়ে থানায় মামলা করতে যান। এ সময় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা কৌশলে পৌর পার্কের সামনে ডেকে নিয়ে ফারুক হোসেনকে মারপিট করে গুরুতর আহত করেন। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. রাফসান জানি তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মঙ্গলবার রাতেই মহিপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, কুসুম্বা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, স্থানীয় যুবলীগ সদস্য মুজাহিদুল ইসলাম ও আনিছুর রহমানকে আটক করে পুলিশ।
পরে বুধবার রাত ৮টার দিকে নিহত ছাত্রদল নেতা ফারুকের হোসেনের মা বাদী হয়ে মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২১
এসআই