সাতক্ষীরা: দায়িত্ব নেওয়ার আগেই জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করে দিয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ইউপি সদস্য ফারজানা শওকাত আফি।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার কালিগঞ্জ-তালতলা সড়কের কালিদহা নামক স্থানে চলাচলের অযোগ্য ১শ গজ রাস্তা ইট বালু ও খোয়া দিয়ে সংস্কার করেন তারা।
এলাকাবাসী জানান, একটু বৃষ্টি হলেই ওই স্থান দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হতো এলাকাবাসীকে। সম্প্রতি ঘূর্ণিঝড় জাওয়াদ নিম্নচাপে পরিণত হলে দুদিনের বৃষ্টিতে হাটুপানি ও কাঁদা জমে তা চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে।
বিষয়টি নজরে আসলে ২নং বিষ্ণুপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও নব-নির্বাচিত ইউপি সদস্য ফারজানা শওকাত আফি সড়কটি সংস্কারে এগিয়ে আসেন।
এ সময় শত শত পথচারী নব নির্বাচিত এই দুই জনপ্রতিনিধির ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত হন তারা। এখনও শপথ হয়নি তাদের।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২১
এমএমজেড