ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায়  ইউনিয়ন জামায়াতের আমির গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
সাতক্ষীরায়  ইউনিয়ন জামায়াতের আমির গ্রেফতার

সাতক্ষীরা: নির্বাচন পরবর্তী সহিংসতার মামলায় সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন জামায়াতের আমির ও ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মাওলানা আল আমিনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরার বকচরা বাইপাস সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আল আমিনের বাড়ি শিবপুর ইউনিয়নের পায়রাডাঙ্গা এলাকায়। তিনি ইউনিয়ন জামায়াতের আমির ও ১ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জরুল হাসান জানান, আল আমিন ইউপি নির্বাচনের পর সংঘটিত সহিংসতার মামলার এজাহারভুক্ত আসামি তিনি। মামলা নং - ৯১৮।

আল আমিনের নামে ছাত্রলীগ নেতা প্রভাষক মামুন হত্যা, আওয়ামী লীগ নেতা রবিউল হত্যা, ২০১৩ সালে ও পরবর্তী সময়ে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র, নাশকতা, বিস্ফোরক মামলাসহ কমপক্ষে ১৫ মামলা রয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।