নেত্রকোনা: বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) নেত্রকোনা হানাদার মুক্ত দিবস। এ দিনে নেত্রকোনা হানাদার মুক্ত হয়।
একাত্তরের এ দিনে জেলা শহরের কৃষি ফার্ম এলাকায় মুক্তিযোদ্ধা ও পাক-সেনাদের মধ্যে সম্মুখ যুদ্ধে হানাদার বাহিনী পিছু হটে, মুক্ত হয় নেত্রকোনা। এ যুদ্ধে মুক্তিযোদ্ধা আবু খা, আব্দুর রশিদ ও আব্দুর সাত্তার শহীদ হন।
দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে ভাস্কর্য প্রজন্ম শপথ স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন- সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান শেফালী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন।
বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
জেডএ