ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
নড়াইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা নড়াইলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিত করণ সভা

নড়াইল: নড়াইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২১ পালন উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর জেলায় ৯৭ হাজার ৫শ’ ৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আয়োজিত সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার।

এ সময় বক্তব্য রাখেন- জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. সুব্রত হালদার, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা ফোরকান আলী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খারুল আরেফিন রানা প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী ১১ ডিসেম্বর থেকে চার দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। জেলার ৩৯ টি ইউনিয়নের ৯৯২টি নিয়মিত-অনিয়মিত কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্তু টিকা খাওয়ানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।