নওগাঁ: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চার দিন এ কার্যক্রম চলবে। এতে ৬ থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ৯০৯ শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ৩ লাখ ৩১ হাজার ৮০০ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও জানান, জেলার ১১টি উপজেলায় ২ হাজার ৪০৩টি কেন্দ্রে ৭ হাজার ২০৯ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী দ্বারা এ ক্যাম্পেইন পরিচালিত হবে।
সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মোর্শেদ, মেডিক্যাল অফিসার ডা. আশিষ কুমার সাহাসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ০৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
জেডএ