ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ট্রাক চাপায় মো. সোহাগ মিয়া (১৯) নামে ট্রাক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মালিহাতা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সোহাগ ওই জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের জালাল মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজন জানায়, সোহাগ পেশায় ট্রাক চালক ছিলেন। গাড়ি নেওয়ার জন্য সে আশুগঞ্জ থেকে বিশ্বরোড এসে রাস্তা পার হবার সময় সিলেটগামী একটি বেপরোয়া পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়।  

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে। নিহতের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।