ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় ১১ দফা দাবিতে রাস্তায় প্রতিবন্ধী স্কুলের শিক্ষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
বরগুনায় ১১ দফা দাবিতে রাস্তায় প্রতিবন্ধী স্কুলের শিক্ষক

বরগুনা: প্রতিবন্ধী বিদ্যালয় এমপিও ভুক্তকরণসহ ১১ দফা দাবিতে বরগুনা টাউন হল অগ্নিঝরা একাত্তরে সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় ঘণ্টাব্যাপী কর্মসূচিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বরগুনা জেলার ১২টি প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা। প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তকরণসহ ১১ দফা দাবিতে বরগুনা টাউন হল অগ্নিঝরা একাত্তরে সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।  

কর্মসূচিতে বক্তব্য দেন- ড. ওয়াজেদ মিয়া প্রতিবন্ধী অটিজম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন-অর-রশিদ, পূর্ব কেওড়াবুনিয়া সুবর্ণ নাগরিক প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. পান্না মিয়া, মুক্তিযোদ্ধা নজির হোসেন পাটোয়ারী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় প্রধান শিক্ষক তানজিলা, বামনা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাম কি জামাল হোসেনসহ ১২টি প্রতিবন্ধী স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।  

এসময় বক্তারা বলেন, সমাজের অবহেলিত পিছিয়ে পড়া প্রতিবন্ধীদের নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। যেসব প্রতিবন্ধী শিশুদের পরিবারগুলো কোনোদিন ভাবিনি তার সন্তান নিজের নাম লিখতে পারবে। আজ এই শিক্ষকদের অবদান। আজকে প্রতিবন্ধীরাও ভালো জায়গায় চাকরি করছে। আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন রইলো।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।