ঢাকা: আবৃত্তিশিল্পী হাসান আরিফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) নেওয়া হয়েছে।
হাসান আরিফ এখন লাইফ সাপোর্টে অচেতন অবস্থায় আছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। এর আগে মঙ্গলবার আবৃত্তিশিল্পী হাসান আরিফকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
নাসির উদ্দীন ইউসুফ বলেন, প্রিয় হাসান আরিফ এখনও লাইফ সাপোর্টে অচেতন। তবে কিছুটা উন্নতি লক্ষ্যণীয়। কৃত্তিম উপায়ে তার রক্তে অক্সিজেন মাত্রা ৯৫ ভাগ। শরীরে অক্সিজেন প্রদান মাত্রা ৫০।
এর আগে ২ ডিসেম্বর করোনা রেজাল্ট পজিটিভ আসার পর দিন হাসান আরিফকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।
হাসান আরিফ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও দেশের বরেণ্য আবৃত্তিশিল্পী।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
এইচএমএস/জেএইচটি