ফরিদপুর: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে জেলা পর্যায়ে ফরিদপুরের পাঁচ নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে পাঁচ জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
জয়িতা সম্মাননাপ্রাপ্তরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ফরিদপুর সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের শাহীদা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল ফরিদপুর পৌরসভার হাউজিং এস্টেটের রোকেয়া বেগম, সফল জননী হাবেলী গোপালপুর গ্রামের মোসা. আনোয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করয় জেলার মধুখালী উপজেলার সীতারামপুর গ্রামের ফিরোজা বেগম ও সমাজ উন্নয়নে ফরিদপুর পৌরসভার পশ্চিম গোয়ালচামট গ্রামের আলেয়া বেগম।
ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার।
এছাড়াও সন্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) জামাল পাশা, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শীলা রানী মণ্ডল, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি মাসুদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
এসআরএস