ঢাকা: রাজধানীর মহাখালীর একটি চুরির ঘটনায় ব্রিফিং করার সময় পুলিশের মোবাইল চুরি হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
কাফরুল থানার ভেতরে চলছিল প্রেস ব্রিফিং।
পরে মোবাইল চোরকে শনাক্ত করতে থানার ভেতরে থাকা সিসিটিভি ফুটেজগুলো চেক করে পুলিশ। এ ঘটনায় করা একটি ভিজ্যুয়াল প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
এর আগে মহাখালীতে ৩৭ লাখ টাকা চুরির ঘটনার ওই ব্রিফিং করা হয়। একটি দোকানের কর্মচারী দোকানের তালা ভেঙে ওই চুরি করেন বলে জানায় পুলিশ। এরপরেই অভিযুক্ত পলাতক হন। পরে তাকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ০১২৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এনএইচআর