ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া পারের অপেক্ষায় হাজারো যানবাহন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
পাটুরিয়া পারের অপেক্ষায় হাজারো যানবাহন ফাইল ছবি।

মানিকগঞ্জ: সরকারি ছুটির দিন হওয়াতে দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় ২১টি জেলার ঘরমুখো মানুষ ও যানবাহনের বাড়তি চাপ পড়েছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। সেখানে দৌলতদিয়া নৌরুট পারের অপেক্ষায় আছে হাজারো যানবাহন।

শুক্রবার (১০ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ও পুলিশ প্রশাসন।

জানা গেছে, পাটুরিয়া ফেরি ঘাটের দুটি ট্রাক ট্রার্মিনালে ছয় শতাধিক সাধারণ পণ্য বোঝাই ট্রাক, ওজন স্কেলের সামনে থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত আরও দেড় শতাধিক এবং উথুলী সংযোগ মোড়ে আরও শতাধিক ট্রাক নৌরুট পারের অপেক্ষায় আছে। এছাড়া প্রায় শতাধিক যাত্রীবাহী পরিবহন ও প্রাইভেটকারসহ আরও দুই শতাধিক গাড়ি পাঁচ নম্বর ঘাট এলাকায় নৌরুট পারের অপেক্ষায় রয়েছে।

পাটুরিয়া ঘাট পয়েন্টে ট্রাফিকের দ্বায়িত্বরত সার্জেন্ট রফিক বাংলানিউজকে বলেন, পাটুরিয়া ঘাট পয়েন্টে যানবাহনের বাড়তি চাপ রয়েছে। তবে এই মুহূর্তে যাত্রীবাহী পরিবহনের চাপ থাকায় পণ্য বোঝাই ট্রাক পারাপার বন্ধ রয়েছে। যাত্রীবাহী পরিবহনের চাপ কমলে পুনরায় ট্রাকগুলো পার করা হবে।

বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বাংলানিউজকে বলেন, শুক্রবার ছুটির দিন হওয়াতে ঘাট এলাকায় কিছু যানবাহনের চাপ রয়েছে। বর্তমানে ১৬টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।