নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে পর্ন ভিডিও এবং অশালীন ছবি সরবরাহের অভিযোগে তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব ১১-এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।
এর আগে ৯ ডিসেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ উপজেলার নয়াপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালায় র্যাব।
অভিযানে আটকরা হলেন- সোনারগাঁয়ের নানাক্ষী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে জাকির হোসেন (৩২), একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে আনোয়ার হোসেন (২৬) এবং বেইলর গ্রামের মো. বাদশার ছেলে খোকন মোল্লা (২৬)।
র্যাব জানায়, অভিযুক্ত আসামিরা দীর্ঘদিন ধরে নয়াপুর বাজারের আনোয়ার সুপার মার্কেটের দ্বিতীয় তলায় কম্পিউটার ও মোবাইল সার্ভিসিংয়ের দোকান চালিয়ে আসছিলেন। তারা টাকার বিনিময়ে শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সীদের পর্ন ভিডিও এবং অশালীন ছবি সরবরাহ করছিলেন। তাদের দোকান থেকে দুটি ল্যাপটপ, একটি হার্ডডিস্কসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০২১
এনএসআর