নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে আলোচিত ব্যক্তিত্ব। তিনি নিজের নির্বাচনী সালাম পৌঁছে দিয়েছেন ওয়ার্ডবাসীর কাছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে মাসদাইরে নিজ কার্যালয় থেকে তিনি মুরুব্বিদের নিয়ে বের হন। পরে তিনি যে পথেই হেঁটেছেন সেই পথেই তার সঙ্গে যুক্ত হয়েছেন শত শত মানুষ।
হাজারো লোকের মিছিল মাসদাইর থেকে শুরু করে গলাচিপা, আমলাপাড়া, স্বর্ণপট্টি, চাষাঢ়ার একাংশ ঘুরে ঘুরে ভোটারদের কাছে খোরশেদের নির্বাচনী সালাম পৌঁছে দেন। প্রতিটি এলাকায় খোরশেদকে দেখামাত্রই তরুণ, যুবক, নারী, পুরুষরা ছুটে আসেন। সবাই তাকে সমর্থন দিয়ে তার সঙ্গে যুক্ত হয়ে যান শোভাযাত্রায়।
গলাচিপা এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মনির জানান, আমরা তো তাকে নিয়ে চিন্তা করিনা। তিনি আমাদের জন্য যা করেছেন তা তো ভুলে যাবার মত নয়। করোনায় আমাদের ওয়ার্ডের এমন কোনো দরিদ্র ঘর নেই যে, তার খাদ্য সামগ্রী পায়নি। করোনা চলে যাওয়ার পর বা করোনার আগেই তার কার্যক্রম অত্যন্ত সন্তোষজনক। এই ওয়ার্ডের উন্নয়নে কোনো কমতি ছিল না। কাউন্সিলর হিসেবে তার বিকল্প কেউ হতে পারে না। দল মত জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা তার পক্ষে আছি।
একই কথা বলেন আমলাপাড়া এলাকার ইশতাক হোসেন, স্বর্ণপট্টি এলাকার মঞ্জুরুল হক, চাষাঢ়ার মোজাম্মেলসহ অনেকেই।
এ বিষয়ে জানতে চাইলে খোরশেদ জানান, আমি সবাইকে সালাম পৌঁছে দিয়ে জানাতে এসেছি আমি তাদের পাশে আছি। তারা আমাকে নির্বাচিত করলেও আছি না করলেও আছি। মানুষের জন্য কাজ করতে পারাটাই আমার সুখের উৎস। আমি যদি বিগত দিনে আমার ওয়ার্ডবাসীর জন্য কাজ করে থাকি, তারা যদি আমার ওপর সন্তুষ্ট থাকেন তাহলে তারা যেন আমাকে আবারো নির্বাচিত করেন।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এমআরএ