ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে নদী দখল-দূষণ বন্ধের দাবি

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
ধামরাইয়ে নদী দখল-দূষণ বন্ধের দাবি

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে বংশী ও গাজীখালি নদী দখল এবং দূষণ বন্ধের দাবি করেছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে সংগঠনটির ধামরাই উপজেলা শাখার উদ্যোগে নদী দখল ও দূষণ বন্ধে উপজেলার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আয়োজিত মানববন্ধনে সবুজ আন্দোলন ধামরাই উপজেলা শাখার সভাপতি সাংবাদিক এম শাহীন আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোবিন্দ পাল জয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার।

এসময় বক্তারা বলেন, আগে বংশী ও গাজীখালি নদীতে মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। এখন মাছ না থাকায় আর কেউ মাছ ধরতে আসে না। কলকারখানা বর্জ্য, বাসাবাড়ির বর্জ্য ফেলায় নদীর পানি দুষিত। আমরা চাই নদীর নাব্যতা ফিরিয়ে এনে নদীর আগের ফিরিয়ে দেওয়া হোক।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বংশী নদী সুরক্ষা আন্দোলনের আহবায়ক মাহমুদুর রশিদ, সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য অ্যাড. রইসুল হক, সাভার থানা সভাপতি কাজী রেজাউল করিম বিপ্লব, সদস্য সচিব ওমর ফারুকসহ ধামরাইয়ে'র বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।