মানিকগঞ্জ: দিনের আলো শেষ হওয়াতে পাটুরিয়ায় যাত্রীবাহী পরিবহনের চাপ কমে আসায় সাধারণ পণ্য বোঝাই ট্রাক পার হচ্ছে নৌপথ দিয়ে।
শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাটুরিয়া ফেরি ঘাটের যানবাহনের সর্বশেষ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
পাটুরিয়ার দুটি ট্রাক ট্রার্মিনালে চার শতাধিক ট্রাক এবং ওজন স্কেলের সামনে আরো এক শতাধিক ট্রাক নৌপথ পারের অপেক্ষায় আছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যাবস্থাপক মহিউদ্দিন রাসেল বাংলানিউজকে বলেন, বিকেলের দিকেও পাটুরিয়া ঘাট পয়েন্টে যাত্রীবাহী পরিবহনের চাপ কমে আসায় সাধারণ পণ্য বোঝাই ট্রাক পার করা হচ্ছে। বর্তমানের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এনটি