শাবিপ্রবি (সিলেট): শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী দুটি সংগঠন ‘স্বপ্নোত্থান’ এবং ‘কিন’।
শুক্রবার (১০ ডিসেম্বর) ১ম ধাপে কুলাউড়ায় ক্লিভডন টি এস্টেট এবং মেরিনা টি এস্টেটের চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র ও নতুন কম্বল বিতরণ করে ‘স্বপ্নোত্থান’ আর মাছিমপুরে শীতবস্ত্র বিতরণ করে ‘কিন’।
স্বপ্নোত্থান ১২০টি পরিবারকে নতুন কম্বল এবং ১ হাজার ১৫০ জন মানুষের মধ্যে গরম কাপড় বিতরণ করে। সংগঠনটি প্রতিবছরের মতো এবারও আয়োজন করেছে ‘স্বপ্নোত্থান উষ্ণতার অভিযান- ২০২১।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- ক্লিভডন টি এস্টেটের এসিস্ট্যান্ট ম্যানেজার মো. ইসতিয়াক আহমেদ। তিনি বলেন, স্বপ্নোত্থানের এই মহতি উদ্যোগ খুবই প্রসংশনীয়। আমরা আশা করবো স্বপ্নোত্থানের এ কার্যক্রমের ধারা যেন অব্যাহত থাকে। পরিশেষে সেচ্ছাসেবী কাজের জন্য স্বপ্নোত্থান কর্মীদের ধন্যবাদ জানান তিনি।
অন্যদিকে, সিলেটের ছাতক উপজেলার পশ্চিম মাছিমপুরের দোয়ারা বাজার এলাকায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে ‘কিন’।
শীতবস্ত্র বিতরণে সিলেটের প্রত্যন্ত অঞ্চল ও নদীভাঙন কবলিত দোয়ারা বাজার এলাকার দরিদ্র ও অসহায় ১৫০টি পরিবারকে কম্বল বিতরণসহ মোট ৩০০ জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।
কিনের পাঁচটি উইংসের মধ্যে অন্যতম হচ্ছে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি। এ উপলক্ষে গত ১৩ নভেম্বর থেকে শীতবস্ত্র সংগ্রহ ও আর্থিক অনুদান সংগ্রহ করে আসছে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত শীতবস্ত্র সংগ্রহ অভিযান চলবে। এরই মধ্যে বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করেছে সংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ডিসম্বর ১০, ২০২১
এমআরএ