ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারীরা ঘুরে দাঁড়িয়েছেন: লিপি ওসমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
নারীরা ঘুরে দাঁড়িয়েছেন: লিপি ওসমান নারীরা ঘুরে দাঁড়িয়েছে: লিপি ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন, বিভিন্ন জায়গায় নারীদের অংশগ্রহণ বেড়েছে। আমাদের প্রধানমন্ত্রী নারী, স্পিকারও নারী।

গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় নারীরা বসে আছেন। তাদের অংশগ্রহণ উজ্জ্বল নক্ষত্রের মত জ্বলছে। এটার মানে আমরা ঘুরে দাঁড়িয়েছি।

শুক্রবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মহিলা সংস্থার জেলা কর্মকর্তা লায়লা আরজুমান এতে সভাপতিত্ব করেন।

লিপি ওসমান বলেন, আপনারা জানেন কমলা রঙের মানে কী। এর মানে শুধু সৌভাগ্য না। কমলার মানে উদ্দীপনা, ক্রিয়েটিভিটি, জয়, সংসার। নারী নির্যাতন বন্ধ হলে পৃথিবীটা সুন্দর হবে। সেজন্য বলা হচ্ছে নারী নির্যাতন বন্ধ করতে হবে। এজন্য আমরা নেমে পড়েছি। আমরা যে নেমে পড়েছি তার প্রমান আজকে মহিলা সংস্থা ও বিভিন্ন জায়গায় নারীদের অংশগ্রহণ। আমাদের প্রধানমন্ত্রী নারী, স্পিকারও নারী। বিভিন্ন জায়গায় নারীরা বসে আছেন। তাদের অংশগ্রহণ উজ্জ্বল নক্ষত্রের মত জ্বলছে। এটার মানে আমরা ঘুরে দাঁড়িয়েছি।

তিনি আরও বলেন, সৃষ্টির ইতিহাসের পরে আইয়ামে জাহেলিয়ার যুগ ছিল। মেয়ে বাচ্চা জন্ম নিলে জীবিত দাফন করে দেওয়া হত। যেখান থেকে আজকের দৃশ্য ঘুরে দাঁড়িয়েছে। লন্ডনে নারীরা নির্যাতিত হতেন, তারা ঘুরে দাঁড়িয়েছেন। এশিয়াতে যে নারীরা নির্যাতিত হতেন তা বিভিন্ন সময় মিডিয়ায় উঠে আসত। এখন আরও বেশি উঠে আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তারা নিজেদের প্রতিষ্ঠিত করছে মানুষ হিসেবে। আমরা যখন আমাদের মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো তখনই আমরা সফল হবো। আমাদের সহনশীলতা ও ধৈর্য যেন আমাদের দুর্বলতা না হয়। কোরআন বলেছে অন্যায়ের প্রতিবাদ করতে, ক্ষমা করতে। তার সৃষ্টির মধ্যে সবচেয়ে ক্ষমাশীল হয় নারীরা।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।