ঢাকা: রাজধানীতে আরমানিটোলা ও আগারগাঁওয়ে ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১০ডিসেম্বর) বিকেলে এ পৃথক দুই ঘটনা ঘটে। আহতরা হলেন মো. মিঠুন (২২) ও মো. সাগর (২০)।
এক আহতের বন্ধু মো. কামাল হোসেন বলেন, সাগরের বাসা পশ্চিম আগারগাঁও তিনশ ফিট এলাকায়। তিনি একটি ইন্টারনেট কোম্পানিতে চাকরি করেন। শুক্রবার বাসার অদূরে একই এলাকার নাঈম বেল্লালসহ ৮ থেকে ১০ জন তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে তাকে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসি।
কামাল আরও বলেন, গত এক সপ্তাহ আগে তাদের আরেক বন্ধু ফয়সালের সঙ্গে নাঈম-বেল্লালদের ছোট বড় নিয়ে ঝামেলা হয়েছিল। ধারণা করা হচ্ছে সেই কারণে সাগরকে একা পেয়ে ছুরিকাঘাত করেছে তারা।
অপরদিকে আহত মিঠুনের সহকর্মী মো. সাদি বলেন, তাদের বাসা বাবু বাজার এলাকায়। সেখানে তারা একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। অফিস ছুটি থাকায় বিকেলে চার সহকর্মী আরমানিটোলা খেলার মাঠে ক্রিকেট খেলতে যাই। হঠাৎ ১০ থেকে ১২ জন কিশোর আমাদের কাছে এসে বল চায়। দিতে অস্বীকার করলে স্ট্যাম্প দিয়ে আমাদেরকে আঘাত করে। প্রতিবাদ করলে তাদের মধ্যে একজন ছুরি বের করে মিঠুনের বাম হাত ও পেটে আঘাত করে। পরে দ্রুত মিঠুনকে হাসপাতালে নিয়ে আসি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আরমানিটোলার ঘটনায় আহত মিঠুনের বাম হাত ও পেটে ধারালো অস্ত্রের আঘাত আছে। আর আগারগাঁওয়ের আহত সাগরের দুই হাতসহ শরীরের বেশ কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এজেডএস/এমএমজেড