ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এফসিসিআই প্রেসিডেন্ট সিদ্দিককে গ্রেফতারে ফরিদপুরে আনন্দ মিছিল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এফসিসিআই প্রেসিডেন্ট সিদ্দিককে গ্রেফতারে ফরিদপুরে আনন্দ মিছিল  ফরিদপুরে আনন্দ মিছিল ( ইনসেটে সিদ্দিকুর রহমান )

ফরিদপুর: ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফসিসিআই) প্রেসিডেন্ট ও আলাউদ্দিন ট্রেডিং কোম্পানি লিমিটেডের কর্ণধার মো. সিদ্দিকুর রহমানকে গ্রেফতারের খবরে আনন্দ মিছিল করেছে ফরিদপুর জেলা ছাত্রলীগ ও যুবলীগ।  

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে জেলা শহরে এ আনন্দ মিছিল করা হয়।

ফরিদপুর জেলা যুবলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদারের সভাপতিত্বে আনন্দ মিছিলে বক্তব্য রাখেন- ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র মো. মতিউর রহমান শামীম, ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মোহাম্মদ শাহ সুলতান রাহাত, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ  সম্পাদক ফাহিম আহমেদ, সহ-সভাপতি ইমামুল মিয়া আজম, সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস অর্ক, শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক সজীব আহমেদ, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহী আহমেদ সোহান, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ আলী আশরাফ পিয়ারসহ জেলা যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সভায় নেতারা তাদের বক্তব্যে বলেন- ফরিদপুরের ভূমিদস্যু, চাঁদাবাজ, টেন্ডারবাজ মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক গ্রেফতার হওয়ায় আমরা আনন্দ প্রকাশ করছি। সিদ্দিকের মতো একজন কুখ্যাত লোক এফসিসিআইয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে ফরিদপুরের ব্যবসা বাণিজ্যকেই শুধু নয় গোটা জেলাকে কলুষিত করেছে। সিদ্দিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

সিদ্দিকুর রহমানকে একটি মামলায় বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দিনগত রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।