গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (১০ ডিসেম্বর) রাত ৭টার দিকে ওই স্পিনিং মিলের তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও কারখানার শ্রমিকরা জানান, সফিপুর এলাকায় মালেক স্পিনিং মিলস লিমিটেড কারখানার তুলার গুদামে আগুন লাগে। পরে কারখানার শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে কালিয়াকৈর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নেভাতে গিয়ে কারখানার ২/৩ জন আহত হয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, রাত সাড়ে ৯টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুন সম্পূর্ণ না নেভানো পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে কিনা, বলা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
আরএস/আরইউ