ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা-গুলিবর্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
ফেনীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা-গুলিবর্ষণ

ফেনী: ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী জেলা যুবলীগের সদস্য সাইফুল ইসলাম পাটোয়ারী আবু ও অপর প্রার্থী ইব্রাহীম ভূঁইয়ার বাড়িতে হামলা, ভাংচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।  

এ ঘটনায় শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে ফেনী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম পাটোয়ারী আবু অভিযোগ করে বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী করিম উল্লাহ বিকম এর নেতৃত্বে প্রায় শতাধিক সন্ত্রাসী তার বাড়ীতে হামলা চালিয়ে ঘরের দরজা-জানালা ভাংচুর করে এবং গুলিবর্ষণ করে প্রাণ নাশের হুমকি দিয়ে যায়।

এমনকি তাকে নির্বাচন থেকে সরে দাড়াতে হুমকি দেয়। অন্যথায় পরিবারের সবার প্রাণ নাশ করা হবে বলে হুমকি দিয়ে চলে যায়।  

গুলির শব্দে চারপাশে আতঙ্ক সৃষ্টি হয়। এই ঘটনার পর তার স্ত্রী ও সন্তানদের শোর-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে দেখতে পায় ঘরের সব আসবাবপত্র ভাংচুর করা। ঘটার পর ফেনীর সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল মোল্লা ও ফেনী মডেল থানার ওসিকে বিষয়টি জানানো হয়েছে।

খবর পেয়ে ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিনসহ বিপুল পরিমান পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।  

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বাংলানিউজকে জানান, এক প্রার্থীর বাড়িতে হামলা হওয়ার খবর পেয়েছি। বিষয়টি দুঃখজনক, আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখছি। ঘটনাস্থলে ফেনী মডেল থানার ওসিসহ পুলিশের কয়েকটি দল অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এসএইচডি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।